ফরিদপুরের বোয়ালমারীতে বইতে শুরু করেছে ইউপি নির্বাচনের হাওয়া। তৃতীয় দফায় তফসিলে ঘোষণা হলেও এ দফায়ও নেই এ উপজেলাটির কোন ইউনিয়নের নাম। যদিও উপজেলাটির ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হয়েছে ইতোমধ্যেই।
দলীয় প্রতীকে অনুষ্ঠিত এ নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান ও নতুন প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে দৌঁড়-ঝাঁপের পাশাপাশি মাঠ পর্যায়েও নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে শুরু করেছে নানা কৌশল। গ্রামের রাস্তাঘাটে শোভা পাচ্ছে নানা রঙের ব্যানার ফেস্টুন, সাথে সাথে নিজেদের জনবল জানান দিতে শুরু হয়েছে মোটর শো-ডাউন।
সম্ভব্য চেয়ারম্যান প্রার্থীরা আলাদা ভাবে নিজেদের প্রচার-প্রচারণা চালালেও ব্যতিক্রম পরিলক্ষিত হয়েছে উপজেলার ঘোষপুর ইউনিয়নে। ইউনিয়নটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৩ প্রার্থী এক সঙ্গে মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছেন।
প্রার্থীরা হলেন- ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদের সুযোগ্য সন্তান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী, ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. চান মিয়া ও বীরমুক্তিযোদ্ধা তোরাপ হোসেনের তিন ছেলেসহ তার লোকজন।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী তিন প্রার্থী, বেশ কয়েকজন ইউপি সদস্য ও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের সমন্বয়ে প্রায় ৫ শতাধিক মোটরসাইকেল, শতাধিক ইজিবাইক ও অটোভ্যান নিয়ে বিশাল শোভাযাত্রা করে।
শো-ডাউনটি ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে গোহাইলবাড়ী বাজার প্রদক্ষিণ শেষে ঘোষপুর ইউনিয়নের ভীমপুর, লঙ্কারচরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রদক্ষিণ করে বেলা তিনটায় চন্ডিবিলায় পথসভায় মিলিত হয়।
পথসভায় এক মঞ্চে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মোস্তফা জামান সিদ্দিকী, সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. চান মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সরদার মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তবিবর মিনা, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, রন্জু আহমেদ, ইউপি সদস্য ইউনুছ শেখ, খলিলুর রহমান, জামাল হোসেন, আ. হাকিম প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যাকেই দলীয় মনোনয়ন দেওয়া হোক তার পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।
প্রিন্ট