কুষ্টিয়ার খোকসা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণ: যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খোকসা সরকারি কলেজ চত্বরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর প্রশাসক এবং যাচাই বাছাই কমিটির আহ্বায়ক মেজবাহ্ উদ্দীন এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের পুনঃ যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
খোকসা উপজেলায় এক তালিকাভুক্ত ৮৫ জন বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়।
যাচাই-বাছাই কমিটির আহবায়ক ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দিন, কমিটির অন্য ৩ জন সদস্যর মধ্যে ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সাবেক ডেপুটি কমান্ডার মনজিল আলী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কমিটির আহ্বায়ক মেজবাহ উদ্দিন বলেন আপনারা মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এই যাচাই-বাছাই তে কারোর উপর কোনো অবিচার করা হবে না। কাগজপত্র ঠিক থাকলে আপনাদের কোন অসুবিধা হবে না।শতভাগ স্বচ্ছতার সাথে যাচাই-বাছাই হবে বলে তিনি জানান।
উপজেলায় এ পর্যন্ত মোট মুক্তিযোদ্ধার সংখ্যা ২৪৯ জন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ৮ জন, শহীদ মুক্তিযোদ্ধা ২ জন এবং উপজেলায় বর্তমানে ভাতাভোগী মুক্তিযোদ্ধার সংখ্যা ২৩৩ জন।
প্রিন্ট