ফরিদপুর জেলার বোয়ালমারীর কাদিরদীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালী, আলোচনাসভা ও প্রবীণদের পরিপোষক ভাতা দিয়েছে বেসরকারি সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।
সোমবার সকালে কাদিরদী বাজার সংলগ্ন এসডিসি কার্যলয় থেকে র্যালীটি বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে প্রবীণ সামাজিক কেন্দ্রে গিয়ে শেষ হয়। র্যালী শেষে কেন্দ্রটিতে এসডিসির পরিচালক প্রশিক্ষণ ও গবেষণা কাজী মশিউর রহমান কচির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মাসুদুল হাসান, এসডিসির উপ-পরিচালক খন্দকার নজরুল ইসলাম, প্রবীণ ইউনিয়ন কমিটির সভাপতি বিকাশ কুমার কুন্ডু প্রমূখ।
অনুষ্ঠানে সমাজের হতদরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ৯৬জন প্রবীণের হাতে দেড় হাজার করে পরিপোষক ভাতা তুলে দেয়া হয়। এছাড়া বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা ও তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে পরিচালিত সমৃদ্ধি কর্মসূচির অধিনে বছরে চারবার প্রবীণদের মাঝে এ ভাতা দেয়া হয়ে থাকে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রসেনজিৎ পাল।
প্রিন্ট