ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে পতন্দরডাঙ্গী গ্রামে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক যুবক নিহত ও দুই জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত রাসেল (২৩) শেখ ছন্দু শেখের ছেলে। আহত ছন্দু শেখ (৫০) ও তার স্ত্রী আফরোজা বেগম (৪০) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধায় ।
জানা গেছে, একই গ্রামে ছন্দু শেখের হাঁস প্রতিবেশি হাসেম খানের ধান ক্ষেতে গিয়ে প্রতিদিন ধান ক্ষতি করে। উক্ত ধান খাওয়াকে কেন্দ্র করে দু’পরিবারের মাঝে কয়েকদিন যাবৎ কথাকাটা এবং ঝগড়া হয়।
গত শনিবার সন্ধায় দু’পরিবারের মাঝে কথা কাটাকাটির এক পর্যায় দেশীয় লাঠিশোটা নিয়ে হামলা করলে অস্ত্রের আঘাতে ঘটনা স্থলে রাসের শেখ গুরুতর আহত হয়। গরুত্বর অবস্থা আহত রাসেলকে হাসপাতালে নেয়ার সময় মৃত্যু হয়। ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে সদরপুর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদারের সাথে কথা হলে তিনি জানান, মারামারির ঘটনায় নিহত রাসেলের লাশ ময়না তদন্তেরে জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল হাসপাতের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সদরপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রিন্ট