রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
পাংশার ইউএনও মোহাম্মদ আলীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়। উভয় সভাতে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
প্রথমে আইন-শৃঙ্খলা কমিটির সভা ও পরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা মডেল থানার এসআই হুমায়ুন রেজাসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট