ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যাত্রীর গায়ের পোশাক পুড়িয়ে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ Logo কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ সম্পন্ন Logo ঈশ্বরদীতে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ, জরিমানা ১০ হাজার টাকা Logo ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo হাতিয়ার দিঘীতে মিললো এক মণ ওজনের কোরাল মাছ, ৪০ হাজারে বিক্রি ! Logo পদ্মা নদী থেকে ১৯ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার Logo প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ‌ছাত্রলীগের কর্মসূচি পালিত Logo ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‌ স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন Logo শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ Logo সদরপুরে পাটের ফলন ভাল হওয়ায় ক্ষেত পরিচর্যা করছে কৃষকেরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পাংশায় নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন

পাংশা শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে রবিউল ইসলাম বাবু সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন।

রাজবাড়ী জেলার পাংশায় বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বিকেলে রবিউল ইসলাম (বাবু) নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। পাংশা শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। রবিউল ইসলাম (বাবু) পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের পারনারায়নপুর গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে। নির্যাতিত আওয়ামী লীগ পরিবারের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল ইসলাম (বাবু) জানান, তার পিতা কাজী নজরুল ইসলাম পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। বাবু ও তার পরিবারের সদস্যদের প্রতি একটি কুচক্রীমহল প্রতিনিয়ত নির্যাতন করে আসছে।

রবিউল ইসলাম বাবু জানান, গত ২২শে সেপ্টেম্বর রাতে তাকে (বাবু) ও তার পিতা কাজী নজরুল ইসলামকে ঘরের দরজা ভেঙ্গে ফিল্মী কায়দার অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ার পর সে জানতে পারে তারা র‌্যাব-১২ এর সদস্য। তাকে একটি মাইক্রোবাসে তুলে চর আফড়া মধ্যপাড়া নিয়ে ১ঘন্টা দাঁড় করিয়ে রাখে। পরে তাকে ও তার পিতাকে বাড়িতে রেখে যাওয়ার আগে তাকে বিভিন্ন হুমকি প্রদান করা হয়।

লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বাবু আরও বলেন, বিগত ২০১১-১২ সালে একবার তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। আবার ২০১৮-১৯ সালে ২শ’ পিস ইয়াবা দিয়ে তাকে চালান দেওয়া হয়। তাকে হয়রানী ও নির্যাতনের জন্য চর আফড়া গ্রামের ৩জন জড়িত বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহম্মদ হোসেন, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান ও দিবালোক কুন্ডু (জীবন), যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইদ্রিস আলী মন্ডল, ইউনুস আলী বিশ্বাস, মারুফ খানসহ ভুক্তভোগী রবিউল ইসলাম বাবুর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

যাত্রীর গায়ের পোশাক পুড়িয়ে মিলল সাড়ে চার কোটি টাকার স্বর্ণ

error: Content is protected !!

পাংশায় নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

রাজবাড়ী জেলার পাংশায় বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর বিকেলে রবিউল ইসলাম (বাবু) নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। পাংশা শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে বিকেল ৪টায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। রবিউল ইসলাম (বাবু) পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের পারনারায়নপুর গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে। নির্যাতিত আওয়ামী লীগ পরিবারের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল ইসলাম (বাবু) জানান, তার পিতা কাজী নজরুল ইসলাম পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি। বাবু ও তার পরিবারের সদস্যদের প্রতি একটি কুচক্রীমহল প্রতিনিয়ত নির্যাতন করে আসছে।

রবিউল ইসলাম বাবু জানান, গত ২২শে সেপ্টেম্বর রাতে তাকে (বাবু) ও তার পিতা কাজী নজরুল ইসলামকে ঘরের দরজা ভেঙ্গে ফিল্মী কায়দার অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়ার পর সে জানতে পারে তারা র‌্যাব-১২ এর সদস্য। তাকে একটি মাইক্রোবাসে তুলে চর আফড়া মধ্যপাড়া নিয়ে ১ঘন্টা দাঁড় করিয়ে রাখে। পরে তাকে ও তার পিতাকে বাড়িতে রেখে যাওয়ার আগে তাকে বিভিন্ন হুমকি প্রদান করা হয়।

লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বাবু আরও বলেন, বিগত ২০১১-১২ সালে একবার তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। আবার ২০১৮-১৯ সালে ২শ’ পিস ইয়াবা দিয়ে তাকে চালান দেওয়া হয়। তাকে হয়রানী ও নির্যাতনের জন্য চর আফড়া গ্রামের ৩জন জড়িত বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহম্মদ হোসেন, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান ও দিবালোক কুন্ডু (জীবন), যশাই ইউপির চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইদ্রিস আলী মন্ডল, ইউনুস আলী বিশ্বাস, মারুফ খানসহ ভুক্তভোগী রবিউল ইসলাম বাবুর পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।