রাজবাড়ী জেলার পাংশা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বুধবার ২২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে রাজস্ব খাতের আওতায় ৭দিন ব্যাপী মহিলাদের হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাংশার মহিলা বিষয়ক অধিদপ্তরের আইজিএ প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আতাউর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌতম চন্দ্র দে ও পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হস্তশিল্প প্রশিক্ষণের প্রশিক্ষক পাংশার স্বপ্নচ‚ড়া যুবমহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী শামীমা নাসরীন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, বিউটিফিকেশনের ট্রেইনার আছরিমা খাতুন, নারী অঙ্গন সংস্থার সভানেত্রী সান্তনা বিশ্বাসসহ স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে কাজী আব্দুল মাজেদ একাডেমীতে ৭দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আতাউর রহমান।
প্রিন্ট