বাংলাদেশ নির্বাচন কমিশন এ বছর (২০২১) ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করছিল বছরের প্রথম ভাগ থেকেই । প্রথম ধাপে মোট ৩৭১ টি ইউনিয়নে ভোট হওয়ার কথা ছিল গত এপ্রিল মাসে। কিন্তু করোনার কারণে তখন ভোটগ্রহণ স্থগিত রাখা হয় ৷ পরে ২১ জুন ২০২১ তারিখে ওই ৩৭১ টির মধ্যে ২০৪ টি ইউনিয়নে নির্বাচন হয় আর ২০ সেপ্টেম্বর ভোট হয় ১৬০ টি ইউনিয়নে। প্রার্থীর মৃত্যু ও অন্যান্য কারণে ৭ টি ইউনিয়নে নির্বাচন স্থগিত রয়েছে।
২০ সেপ্টেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, গোলাগুলি ও কক্সবাজার জেলায় দুই জনের মৃত্যুর ঘটনা ঘটে।
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সাথে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় আবুল কালাম (৪০) নামে এক জেলে নিহত হন। গুলিবিদ্ধ হন ৪ জন।
কক্সবাজারের আরেক উপজেলা কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় বড়ঘোপ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হালিম (৩৫) নিহত হয়েছেন।এবং আহত হইয়েছেন অন্তত ২৫ জন ।
এ ছাড়া কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থীর ৫০০ ব্যালট পেপার উধাও হওয়ার অভিযোগে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ নিয়ে বিশৃঙ্খলার এক পর্যায়ে ম্যাজিস্ট্রেটের গাড়িতে ইটপাটকেল ছোঁড়ে উত্তেজিত জনতা।
এদিকে খুলনা জেলার দীঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে ৫ জন গুলিবিদ্ধ হন।
নোয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন দুই সহকারী প্রিজাইডিং অফিসার। ২০ সেপ্টেম্বর সোমবার বেলা ১ টার দিকে হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটক দুই সহকারী প্রিজাইডিং অফিসার হলেন মাহবুবুর রহমান ও মো. বেলায়েত হোসেন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হোসেন চৌধুরী হাতেনাতে তাদের আটক করে পুলিশে দেন।
প্রিন্ট