ভারী বৃষ্টি ও উজান আসা পানিতে ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে। যার ফলে দেশের মধ্য অঞ্চলের এই পানি প্রবেশ করতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে পদ্মার গোয়ালন্দ পয়েন্টে। যারা ফলে জেলার মধুমতি, আড়িয়াল খাঁ, কুমারের পানি বৃদ্ধি পেয়ে নিম্ন অঞ্চলের প্রবেশ করছে এই পানি। এ ছাড়া পাঁচ উপজেলার কয়েকটি স্থানে নদী ভাঙন শুরু হয়েছে।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, প্রতিদিনই ফরিদপুরের পদ্মা, মধুমতি ও আড়িয়ালখাঁর পানি বাড়ছে। গতকাল মঙ্গলবার সকালে তা বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুরের বিপদসীমা ৮.৬৫ সেন্টিমিটার।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বেড়েছে ১৪ সেন্টিমিটার। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি ৮.৬৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘পানি বৃদ্ধির ফলে পাঁচটি উপজেলার কয়েকটি স্থানে নদী ভাঙন শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি বালু ভর্তি জিও ব্যাগ ফেল প্রাথমিক প্রোটেকশনের জন্য।’
জেলার সদর উপজেলার গোলডাঙ্গী এলাকার গৃহিণী নাছিমা বেগম জানান, ‘করে গত ৪–৫ দিন হলো পানি বাড়ছে। আমাদের বাড়ির আশেপাশে পানি চলে এসেছে। মাঠে ধান ও ধুনচে গাছ তলিয়ে যাচ্ছে।’
একই উপজেলার ডিগ্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু জানান, ‘আমার ইউনিয়নের বেশি ভাগই চরাঞ্চল। স্বাভাবিক ভাবেই পানি বাড়ায় চরের মাঠ-ঘাট তলিয়ে গেছে। আউশ ধান ও অন্যান্য ফসলের খেত পানিতে নিমজ্জিত হয়েছে।
প্রিন্ট