ইসমাইল হােসেন বাবু:
কুষ্টিয়ার ভেড়ামারার নওদাপাড়া গ্রামে সেনাবাহিনীর নেতৃত্বে ১৫ আগস্ট শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি যৌথ অভিযানে চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু’র (২২) বাড়ি থেকে ২টি ৯ মি:মি: বিদেশি পিস্তল, ২টি পিস্তল ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে, চিহ্নিত সন্ত্রাসী সালমান সাকিব সাধু’কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ ভেড়ামারা পুলিশ স্টেশনে হস্তান্তর করা হয়।
অপর একটি অভিযানে, গতকাল রাতে আনুমানিক ৯ টায় মেহেরপুরের মুজিবনগরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে কুখ্যাত মোঃ ইমান আলী (৫৪) ওরফে ‘ইমান ডাকাত’ নামক অস্ত্র, মাদক, চোরাচালান, বিস্ফোরকসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া দাগি আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে উক্ত দাগি আসামির বাড়ি থেকে ১টি ৭.৬৫ মি: মি: বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। পরবর্তীতে, মোঃ ইমান আলী’কে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
প্রিন্ট