ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo UK parliamentarians engage in dialogue for a truth and reconciliation for Bangladesh’s future Logo কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় Logo কুষ্টিয়ায় হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত Logo পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার Logo শালিখায় বি.এন.পি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত Logo বাগাতিপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা Logo এসএসসি ফলাফলে খুশি নয় অভিভাবক ও শিক্ষার্থীরা Logo ভেড়ামারায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা,ঘরে আগুন ও ককটেল বিস্ফোরণ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের ‌ সাহায্যকারীদের মানববন্ধন অনুষ্ঠিত ‌

মানিক কুমার দাসঃ

 

ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের ‌ সাহায্যকারীদের মানববন্ধন অনুষ্ঠিত ‌ হয়েছে। ওজোপাডিকো এর কর্মরত লাইন সাহায্যকারী (গ্যাটিস) এর বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথীল করে চলমান নিয়োগ সংশোধন ও বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকুরী স্থায়ীকরণ করে ও মৃত্যুবরণকারী পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরী প্রদান করে বৈষম্য দূরীকরণের দাবিতে-ফরিদপুর সহ ‌পাঁচটি জেলার ‌ শ্রমিকদের উদ্যোগে‌ আজ সোমবার সকাল ১১ টায় ‌ গোয়ালচামট বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত ‌ এ মানববন্ধনে ‌ সভাপতিত্বে করেন ‌ আহবায়ক মাজেদ মল্লিক।

 

এ সময় ‌ বক্তব্য রাখেন ‌ সদস্য সচিব শাহান শেখ, ইসমাইল মাতুব্বর, শেখ মিলন, শফিকুল ইসলাম শাহীন, মোঃ শাওন, সিরাজ মুন্সী, ফরহাদ শিকদার।

মানববন্ধনে বক্তারা বলেন আমরা দীর্ঘদিন যাবত ‌ওজোপাডিকো ‌ এর ‌ আওতাধীন লাইন সাহায্যকারী হিসেবে কাজ করে আসছি। এবং জনগণের ‌ সেবা করে আসছি। সম্প্রতি এ প্রতিষ্ঠানের জনবল নিয়োগের যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সেখানে ‌ ‌ আমরা অগ্রাধিকার ভিত্তিতে ‌ সেই নিয়োগে ‌ চাকরি করার ‌ যোগ্যতা রাখি। এবং আমরা এই চাকরির দাবিদার ‌ অথচ আমাদের বাদ দিয়ে ‌ অন্যদের ‌ নিয়োগ দেওয়ার ‌ যে ‌ পায়তারা চলছে ‌ তার প্রতিবাদে ‌ এ মানববন্ধন করতে ‌ বাধ্য হয়েছি।

 

বক্তারা ‌ অবিলম্বে ‌ উক্ত নিয়োগ সংশোধন করে ‌শ্রমিকদের ‌ বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা ‌ শিথিল করে ‌ চলমান নিয়োগ সংশোধন ‌ ও বিকলাঙ্গ শ্রমিকদের ‌ যোগ্যতা অনুযায়ী চাকুরীর স্থায়ীকরণ ‌ করে মৃত্যুবরণ কারী শ্রমিকদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী ‌ চাকরি প্রদান করে ‌ বৈষম্য দূরীকরণের দাবি জানান ।

এ সময় উক্ত মানববন্ধনে ‌ফরিদপুর সহ ‌ পাঁচটি জেলার প্রায় দুই শতাধিক শ্রমিক অংশগ্রহণ করে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

UK parliamentarians engage in dialogue for a truth and reconciliation for Bangladesh’s future

error: Content is protected !!

ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের ‌ সাহায্যকারীদের মানববন্ধন অনুষ্ঠিত ‌

আপডেট টাইম : ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :

মানিক কুমার দাসঃ

 

ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের ‌ সাহায্যকারীদের মানববন্ধন অনুষ্ঠিত ‌ হয়েছে। ওজোপাডিকো এর কর্মরত লাইন সাহায্যকারী (গ্যাটিস) এর বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথীল করে চলমান নিয়োগ সংশোধন ও বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকুরী স্থায়ীকরণ করে ও মৃত্যুবরণকারী পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরী প্রদান করে বৈষম্য দূরীকরণের দাবিতে-ফরিদপুর সহ ‌পাঁচটি জেলার ‌ শ্রমিকদের উদ্যোগে‌ আজ সোমবার সকাল ১১ টায় ‌ গোয়ালচামট বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত ‌ এ মানববন্ধনে ‌ সভাপতিত্বে করেন ‌ আহবায়ক মাজেদ মল্লিক।

 

এ সময় ‌ বক্তব্য রাখেন ‌ সদস্য সচিব শাহান শেখ, ইসমাইল মাতুব্বর, শেখ মিলন, শফিকুল ইসলাম শাহীন, মোঃ শাওন, সিরাজ মুন্সী, ফরহাদ শিকদার।

মানববন্ধনে বক্তারা বলেন আমরা দীর্ঘদিন যাবত ‌ওজোপাডিকো ‌ এর ‌ আওতাধীন লাইন সাহায্যকারী হিসেবে কাজ করে আসছি। এবং জনগণের ‌ সেবা করে আসছি। সম্প্রতি এ প্রতিষ্ঠানের জনবল নিয়োগের যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সেখানে ‌ ‌ আমরা অগ্রাধিকার ভিত্তিতে ‌ সেই নিয়োগে ‌ চাকরি করার ‌ যোগ্যতা রাখি। এবং আমরা এই চাকরির দাবিদার ‌ অথচ আমাদের বাদ দিয়ে ‌ অন্যদের ‌ নিয়োগ দেওয়ার ‌ যে ‌ পায়তারা চলছে ‌ তার প্রতিবাদে ‌ এ মানববন্ধন করতে ‌ বাধ্য হয়েছি।

 

বক্তারা ‌ অবিলম্বে ‌ উক্ত নিয়োগ সংশোধন করে ‌শ্রমিকদের ‌ বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা ‌ শিথিল করে ‌ চলমান নিয়োগ সংশোধন ‌ ও বিকলাঙ্গ শ্রমিকদের ‌ যোগ্যতা অনুযায়ী চাকুরীর স্থায়ীকরণ ‌ করে মৃত্যুবরণ কারী শ্রমিকদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী ‌ চাকরি প্রদান করে ‌ বৈষম্য দূরীকরণের দাবি জানান ।

এ সময় উক্ত মানববন্ধনে ‌ফরিদপুর সহ ‌ পাঁচটি জেলার প্রায় দুই শতাধিক শ্রমিক অংশগ্রহণ করে।


প্রিন্ট