মানিক কুমার দাসঃ
ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগের সাহায্যকারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওজোপাডিকো এর কর্মরত লাইন সাহায্যকারী (গ্যাটিস) এর বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথীল করে চলমান নিয়োগ সংশোধন ও বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকুরী স্থায়ীকরণ করে ও মৃত্যুবরণকারী পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরী প্রদান করে বৈষম্য দূরীকরণের দাবিতে-ফরিদপুর সহ পাঁচটি জেলার শ্রমিকদের উদ্যোগে আজ সোমবার সকাল ১১ টায় গোয়ালচামট বিদ্যুৎ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্বে করেন আহবায়ক মাজেদ মল্লিক।
এ সময় বক্তব্য রাখেন সদস্য সচিব শাহান শেখ, ইসমাইল মাতুব্বর, শেখ মিলন, শফিকুল ইসলাম শাহীন, মোঃ শাওন, সিরাজ মুন্সী, ফরহাদ শিকদার।
মানববন্ধনে বক্তারা বলেন আমরা দীর্ঘদিন যাবত ওজোপাডিকো এর আওতাধীন লাইন সাহায্যকারী হিসেবে কাজ করে আসছি। এবং জনগণের সেবা করে আসছি। সম্প্রতি এ প্রতিষ্ঠানের জনবল নিয়োগের যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সেখানে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সেই নিয়োগে চাকরি করার যোগ্যতা রাখি। এবং আমরা এই চাকরির দাবিদার অথচ আমাদের বাদ দিয়ে অন্যদের নিয়োগ দেওয়ার যে পায়তারা চলছে তার প্রতিবাদে এ মানববন্ধন করতে বাধ্য হয়েছি।
বক্তারা অবিলম্বে উক্ত নিয়োগ সংশোধন করে শ্রমিকদের বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চলমান নিয়োগ সংশোধন ও বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকুরীর স্থায়ীকরণ করে মৃত্যুবরণ কারী শ্রমিকদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান করে বৈষম্য দূরীকরণের দাবি জানান ।
এ সময় উক্ত মানববন্ধনে ফরিদপুর সহ পাঁচটি জেলার প্রায় দুই শতাধিক শ্রমিক অংশগ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫