সাইফুল ইসলামঃ
আজ ১৬ই জানুয়ারী২০২৬ (শুক্রবার), জামকালো আয়োজনে অনুষ্ঠিত হলো নাটোর জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত পিকনিক”২০২৬। নাটোর রাণী ভবানী রাজবাড়ির হানিকুইন চত্তরে অনুষ্ঠিত এই পিকনিকের আয়োজন করে আবারও ইতিহাস গড়লেন ডাঃ মোহাম্মদ মুক্তাদির আরেফীন সিভিল সার্জন, নাটোর।
প্রত্যক্ষদর্শী ও আমন্ত্রিত বৃন্দের মতে,’ নাটোরের ইতিহাসে স্বাস্থ্য বিভাগের এমন পিকনিক এবার দ্বিতীয়। প্রথম ইতিহাসটিও গড়েছিলেন গত বছর ৩১শে জানুয়ারী-২০২৫ এ বর্তমান সিএস ডাঃ আরেফীন। ডাক্তার, নার্স থেকে শুরু করে নাটোর জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত সকল স্তরের কর্মকর্তা- কর্মচারী পরিবার সহ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটিকে ৩টি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্ব সকালের নাস্তার পর শিশু আবৃত্তিকারক নওশিন তাবাসসুম ঐশীর পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশ গ্রহণ করেন অতিথিদের মধ্য থেকে বাছাইকৃত শিল্পীবৃন্দ।
জুম্মার নামাজ ও দুপুরের খাবার শেষে পূণরায় শুরু হয় দ্বিতীয় পর্বের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণ করেন অতিথি শিল্পীবৃন্দ। এছাড়াও প্রায় পুরো সময় জুড়ে ছিলো আকর্ষণীয় খেলাধুলা।
তৃতীয় পর্বে আলোচনা সভার পর রেফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বিকেলের নাস্তা।
সিভিল সার্জন, মোহাম্মদ মুক্তাদির আরেফীন বলেন “এই বনভোজন কর্মকর্তা -কর্মচারীগণের মধ্যে একটি সেতুবন্ধন”। এখানে কে ডাক্তার, কে নার্স, কে ওয়ার্ড বয়, কে পরিচ্ছন্নতাকর্মী তার কোন ভেদাভেদ নেই, আমরা সবাই এক পরিবারের সদস্য। কাজের ক্ষেত্রে সবাই যেন একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে সকল ভয়-ভীতি ও সংকোচবোধের উর্ধ্বে থেকে স্ব স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারি এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএমএ’র সভাপতি ডাঃ তৈমুর রহমান ও নাটোর জেলার সকল ইউএইচ এন্ড এফপিও ও কনসালটেন্ট বৃন্দ।
পুরো অনুষ্ঠানটি নিপুণতার সহিত সঞ্চালনা করেন নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কন্সাল্টেন্ট ডাঃ কে.এইচ.এম আনিসুজ্জামান পিয়াস ও ডাঃ ক্লারা সালমিন সাত্তার।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি 





















