আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক ও মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাতিউল ইসলাম ওরফে শিশিরের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে মাতিউল ইসলাম ওরফে শিশিরসহ ৪ জনকে বিবাদী করে মুন্ডুমালা পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন।এদিকে এখবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, উঠেছে সমালোচনার ঝড়,বইছে মুখরুচোক নানা গুঞ্জন, জনমনেও মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীযরা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা, জমির সীমানা পিলার অপসারণ, গাছ কেটে নেওয়া ও প্রাণনাশের হুমকি দেয় শিশির। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শিবরামপুর গ্রামে নিজ বাড়িতে অবস্থানকালে ওই গৃহবধুর শ্লীলতাহানির চেষ্টা, তার পুত্রবধূর ওপর হামলা করে ও প্রাণনাশের হুমকি দেন প্রতিবেশীরা।
এদিকে ভুক্তভোগী নারীর করা লিখিত অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী নজরুল ইসলাম, তার পুত্র মতিউল ইসলাম (শিশির), আব্দুল হালিম ও রতন মুন্ডা জোরপূর্বক তার দীর্ঘদিন যাবত ভোগদখলীয় জমির সীমানা পিলার তুলে ফেলেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়। একইসঙ্গে তার সীমানার ভেতরে থাকা একটি তাজা নিমগাছ কেটে নেয়া হয়।
ভুক্তভোগী নারী জানান, তার স্বামী প্রবাসে থাকায় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত মতিউল ইসলাম শিশির তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং হত্যার হুমকি দেয়। তিনি বলেন, আমাকে বলা হয়েছে, তোকে আমি দেখে নেব। এ ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে দুজন সাক্ষীর নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে মতিউল ইসলাম ওরফে শিশির এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের সামাজিকভাবে হেয়ওপ্রতিপন্ন করতেই অসৎ উদ্দেশ্য তাদের বিরুদ্ধে তারা এমন অভিযোগ এনেছে।
এবিষয়ে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি)কমলেশ বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি 





















