পরিতোষ কুমার বৈদ্য:
বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে।
এই প্রকল্পের আওতায় ১২ জানুয়ারি ২০২৬ তারিখে শুরু হওয়া ৪টি ব্যাচে মোট ৭২ জন নারী-পুরুষকে নিয়ে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে সম্পন্ন হয়।
প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪টায় গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামে অবস্থিত প্রকল্পের মাল্টিপারপাজ রেজিলিয়েন্ট কমিউনিটি রিসোর্স সেন্টারে একটি সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ। প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, কমিউনিটি ফ্যাসিলিটেটর পতিরাম গায়েনসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সুব্রত কুমার বিশ্বাস বলেন, “হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বাড়তি আয়ের পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। হাঁস-মুরগিকে নিয়মিত টিকা না দিলে রোগে আক্রান্ত হওয়ার হার বেশি হয়। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে টিকা প্রদান করলে রোগ কম হয় এবং লাভবান হওয়া যায়।”
তিনি আরও জানান, এসব টিকা বাড়িতে নিজেরাই দেওয়ার চেষ্টা করা যায় এবং সে জন্য তিনি হাতে-কলমে হাঁস-মুরগির টিকা দেওয়ার নিয়ম প্রাকটিক্যালভাবে দেখিয়ে দেন।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি 





















