মামুনুর রশিদ মিলনঃ
মাগুরার মহম্মদপুরে অবস্থিত মহম্মদপুর আইডিয়াল একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার। নৈতিক শিক্ষা ও মানসম্মত পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল হক বাচ্চু বিশিষ্ট সমাজ সেবক, নুর আহম্মেদ আমীর (বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহম্মদপুর উপজেলা শাখা), মোঃ মিজানুর রহমান (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আমিনুর রহমান কলেজ), এস এম ইউনুস আলী সরদার (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কাজী সালিমা হক মহিলা কলেজ) এবং এস এম আজগার আলী (সভাপতি, মহম্মদপুর রিপোর্টার্স ইউনিটি)।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহম্মদপুর আইডিয়াল একাডেমির পরিচালক মোঃ আবু নাইম।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
মামুনুর রশীদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 





















