মোঃ আমিন হোসেনঃ
ঝালকাঠির নলছিটিতে শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় শহীদ ওসমান হাদীর শৈশবের শিক্ষা প্রতিষ্ঠান নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ক্যাম্পাসে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বাহাউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র ও শহীদ হাদীর শিক্ষক মাওলানা আব্দুর রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না এবং প্রাক্তন ছাত্র মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা।
উল্লেখ্য শরিফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার হত্যার দীর্ঘ সময় পার হলেও এখনো দোষীদের বিচার না হওয়ায় দেশজুড়ে ক্ষোভ বাড়ছে।
মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি বলেন,ঢাকার মোহাম্মদপুরে আলোচিত মা ও মেয়ে হত্যাকাণ্ডে প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করতে পারে। অথচ দেশের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হওয়া ওসমান হাদীর ওপর গুলি চালানো সন্ত্রাসীদের গ্রেপ্তারে কেন এত দীর্ঘসূত্রতা ও নাটকীয়তা—তা বোধগম্য নয়। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, শহীদ ওসমান হাদীর হত্যার বিচার বিলম্বিত হলে সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ আরও বাড়বে। তাই দ্রুত বিচার নিশ্চিত করে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে শহীদ হাদীর স্মৃতিকে অনুসরণ করে উপস্থিতদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি 





















