মোঃ আমিন হোসেনঃ
ঝালকাঠি-১(রাজাপুর–কাঠালিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপিলের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়েছেন গোলাম আজম সৈকত। মঙ্গলবার বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশনে করা আপিল নিষ্পত্তির পর তার প্রার্থীতা বহাল করা হয়।
এর আগে প্রার্থীতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা ১ শতাংশ ভোটারের সমর্থনে জমা দেওয়া স্বাক্ষরে গড়মিল পাওয়া গেছে—এমন অভিযোগে তাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করেন। এ সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে গোলাম আজম সৈকত নির্বাচন কমিশনে আপিল করেন।
আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার আবেদন গ্রহণ করলে তিনি পুনরায় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান। প্রার্থীতা ফিরে পাওয়ার পর গোলাম আজম সৈকত শুকরিয়া জ্ঞাপন করেন এবং অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একটি মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভোটারদের স্বাক্ষর নিয়ে মিথ্যা অভিযোগ তুলেছে।

তিনি আরও বলেন, রাজাপুর ও কাঠালিয়া উপজেলার সাধারণ মানুষ তাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। সকল শ্রেণি-পেশার মানুষের সমর্থনে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি বিজয়ী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গোলাম আজম সৈকত বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি ঝালকাঠি-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি 





















