মোঃ আমিন হোসেনঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টায় নলছিটি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. হাবিবুর রহমান মল্লিক, নলছিটি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ মহাসিন, সহ-সাধারণ সম্পাদক এইচএম সিজার, বঙ্গ বিডি নিউজের বার্তা সম্পাদক মিরাজুল ইসলামসহ নলছিটি উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, তীব্র শীতে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব।
নলছিটি উপজেলা প্রেসক্লাব ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি 





















