সাহিদা পারভীনঃ
রাজবাড়ীর কালুখালীতে তরুন ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা করেছে দুর্বত্তরা। মঙ্গলবার রাত ১০টায় কালুখালীর মদাপুর ইউনিয়নের তালুকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যা চেষ্টায় আহত ব্যবসায়ীর নাম সাগর শেখ ( ৩০)।সে মৃত সাহেব আলীর পুত্র।
এলাকাবাসী নজরুল ইসলাম জানায়, সাগর মদাপুর বাজারের মুদি ও বিকাশ ব্যবসায়ী। প্রতিদিনের ন্যায় সে রাত ১০ টায় বাড়ী ফিরছিলো। এসময় বাড়ীর ২০ গজ দূরে ওঁৎ পেতে থাকা দূর্বত্তরা তার গতিরোধ করে।পরে তারা সাগরের কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বিকট শব্দে গুলি ছোরে। কিন্তু ভাগ্যক্রমে গুলিটি কপালের সাইড কেটে বের হয়ে যায়। এসময় সাগর চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় দূর্বত্তরা সাগরের টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরই স্থানীয়রা সাগরকে প্রথমে রাজবাড়ী পরে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো হামলাকারীদের পরিচয় কিংবা ঘটনার কারণ শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।
সাগরের মা জুলেখা বেগম বলেন, আমার ছেলে মুদি ও বিকাশের ব্যবসা করে। রাতে বাড়ী ফেরার পথে তাকে গুলি করে। তার কাছে থাকা বিকাশের ৩/৪ লাখ টাকা নিয়ে গেছে। তবে টাকা রাখা খালি ব্যাগ ফেলে গেছে। আমি চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি আমার ছেলে সাগর।
সাগরের স্ত্রী চুমকি খাতুন বলেন, আমার স্বামীর সাথে কারো শত্রুতা ছিল না। টাকার জন্যই গুলি করেছে। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন বলেন, ঘটনার বিষয় উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
সাহিদা পারভীন, কালুখালি (রাজবাড়ী) প্রতিনিধি 





















