আসাদুর রহমান হাবিবঃ
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ গণভোটে দেশের চাবি আপনার হাতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান।
গণভোট ২০২৬ সংসদ নির্বাচনে দেশের চাবি আপনার হাতে; আপনি ঠিক করবেন গণভোটের পক্ষে না বিপক্ষে! পক্ষে হলে পরিবর্তনের জন্য (হ্যাঁ) হ্যাঁ হলে ১। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন (পিএসসি) গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে; (২) যত মেয়াদেই হোক কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যাক্রমে বাড়বে; ৩। আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না বাড়বে; ৪। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না; ৫। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে; ৬। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে; ৭। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে; ৮। দন্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না; ৯। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে; ১০। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসুমহের সভাপতি নির্বাচিত হবেন; ১১। রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি হবে।
গণভোটে হ্যাঁ ভোট দিলে এমন একটি গঠনমূলক দেশ পাবেন না ভোট হলে কিছুই পাবেন না আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এক ব্যলটে দিব প্রার্থীকে ভোট অন্য ব্যালটে হবে গণভোট। সাদা রঙের ব্যালটে হবে প্রার্থীর ভোট গোলাপী ব্যালটে দিব গণভোট।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ পোস্টাল ভোটিং সাপোর্টেড হিসেবে ফুলবাড়ীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রিন্ট

মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক 
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 





















