এস. এম রবিউল ইসলাম রুবেলঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। একসঙ্গে এত প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ায় এলাকায় নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।
রোববার ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। অপরদিকে বিভিন্ন ত্রুটি ও বিধি-বিচ্যুতির কারণে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
প্রাথমিকভাবে ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্রেই ত্রুটি ধরা পড়ায় যাচাই প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। পরে সংশ্লিষ্ট প্রার্থীদের বিকেল পর্যন্ত ভুল সংশোধনের সুযোগ দেওয়া হয়। সংশোধন শেষে ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে চূড়ান্ত হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- খন্দকার নাসিরুল ইসলাম (বিএনপি), মো. ইলিয়াস মোল্লা (জামায়াতে ইসলামী), শাহ মোহাম্মদ আবু জাফর (জাতীয় ঐক্য ফ্রন্ট), মো. আবুল বাসার খান (স্বতন্ত্র), মুহাম্মদ খালেদ বিন নাছের (বাংলাদেশ কংগ্রেস), সুলতান আহমেদ খান (জাতীয় পার্টি), মোহাম্মদ শরাফাত হোসাইন (বাংলাদেশ খেলাফত মজলিস)।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন-
সামসুদ্দীন ঝুনু, গোলাম কবীর, হাসিবুর রহমান অপু, লায়লা আরজুমান বানু, শাহাবুদ্দীন আহম্মদ, আব্দুর রহমান জিকু, আরিফুর রহমান দোলন এবং মৃন্ময় কান্তি দাস (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি -বিএমজেপি)।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা বলেন, প্রাথমিক যাচাইয়ে সকল প্রার্থীর মনোনয়নপত্রে কিছু না কিছু ত্রুটি পাওয়া যায়। সে কারণে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনের সুযোগ দেওয়া হয়। যাচাই শেষে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
এস. এম রবিউল ইসলাম রুবেল, নিজস্ব প্রতিনিধি 




















