মোঃ রাশেদ শরীফ:
মাগুরার মহম্মদপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম আকাশ শেখ (২২)। তিনি মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামের মৃত বক্কার শেখের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানাধীন ধোয়াইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ মহম্মদপুর থানার কানাইনগর এলাকায় গ্রেফতারকৃত আসামির ভাড়া বাসায় অভিযান চালায়। সেখানে খাটের তোষকের নিচ থেকে আরও ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ১ হাজার ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন প্রায় ১৪৪.৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৮ হাজার টাকা। এছাড়া উদ্ধার করা বিদেশি মদের আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার টাকা।
ডিবি পুলিশের তথ্যমতে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ শেখ দীর্ঘদিন ধরে মাগুরা জেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদ বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
মোঃ রাশেদ শরীফ, মাগুরা জেলা প্রতিনিধি 



















