মোঃ আহসান হাবীব সুমন, জামালপুর হয়ে গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ
জামালপুর সদর পৌরসভার সামনেই প্রকাশ্যে পৌরসভার ড্রেন ও রাস্তার জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। সদর পৌরসভার ২নং ওয়ার্ডের অন্তর্গত আমলাপাড়া, জামালপুর জিলা স্কুল সংলগ্ন এলাকায় পৌরসভার নিজস্ব ড্রেনের ওপর অবৈধভাবে এই ভবন নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
অভিযোগ অনুযায়ী, হাজী আশরাফ হোসেন মোরাদ গং নামধারী একদল অসাধু ব্যক্তি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় জামালপুর সদর পৌরসভার কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে পৌরসভার ড্রেন দখল করে বহুতল ভবন নির্মাণ শুরু করেন। সরকার পরিবর্তনের পরও অবৈধ নির্মাণ কাজ অব্যাহত থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, ড্রেনের ওপর ভবন নির্মাণের ফলে পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। বর্ষা মৌসুমে আশপাশের সড়ক ও বসতবাড়ি জলাবদ্ধতার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্যও হুমকিস্বরূপ।
এ বিষয়ে ভবন মালিক হাজী আশরাফ হোসেন মোরাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সদর পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। তাদের সঙ্গে ম্যানেজ করেই কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের যদি কিছু বলার থাকে, তাহলে পৌরসভার সার্ভেয়ার বা পৌর প্রকৌশলীর সঙ্গে কথা বলেন।”
তবে বিষয়টি নিয়ে পরবর্তীতে জামালপুর সদর পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ড্রেনের ওপর ভবন নির্মাণের বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেন, যা পুরো ঘটনাকে আরও রহস্যজনক করে তুলেছে।
এমতাবস্থায় এলাকাবাসী ও সচেতন মহল অবিলম্বে পৌরসভার ড্রেনের ওপর নির্মিত অবৈধ বহুতল ভবন উচ্ছেদ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় গুণিজনরা।
প্রিন্ট

সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে 
ডেস্ক রিপোর্ট 





















