ফিরোজ আলমঃ
মহান বিজয় দিবস উপলক্ষে রাজশাহীর মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় সময় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস -২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এই সংবর্ধনা দেওয়া হয়। প্রথমে উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা মুক্তিযোদ্ধাদের লাল গোলাপ দিয়ে বরণ করেনেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা গণের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান
ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হোসেন শামিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা উম্মে সুমাইয়া, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার রাজিব হোসেন রাজু, উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম প্রমুখ। সহ উপস্থিত ছিলেন উপজেলার সকল মুক্তিযোদ্ধা গণ এবং নিহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য’রা।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 




















