মিজান উর রহমানঃ
বোয়ালমারীতে নিখোঁজ শিশু আয়শা আলমের মরদেহ পাঁচদিন পর উদ্ধার করা হয়েছে।
ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের পাঁচ দিন পর ৬ বছরের শিশু আয়শা আলমের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলার চতুল এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শিশু আয়শা আলম স্থানীয় একটি হাই স্কুলের শিক্ষক খাইরুল আলমের মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আয়শা। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে চতুল এলাকার পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে নিশ্চিত হন যে এটি তাদের কন্যা আয়শা।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, তবে নির্ধারণ করা হয়নি এটি দুর্ঘটনা না অন্য কোনো কারণে মৃত্যু। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য তদন্ত চালানো হচ্ছে এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনার পাশাপাশি দোষীদের দ্রুত শাস্তির দাবিতে জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দাবী করছেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের আরও কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















