মিজান উর রহমানঃ
বোয়ালমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন করা হয়। ফরিদপুরের বোয়ালমারীতে মহান বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মর্যাদার সাথে পালন করা হয়েছে।
দিনের কমর্সূচির শুরুতে প্রত্যুষ্যে ১৯৭১এ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের গণকবরে পুষ্পমাল্য অর্পণ এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এতে প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রাকিবুল হাসান, অফিসার-ইন-চার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন। এছাড়া পুষ্পমাল্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধাগণ, গণমাধ্যম কর্মি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।
জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে স্টেডিয়াম খেলার মাঠে কুচকাওয়াজ উদ্বোধন করেন ইউএনও রাকিবুল হাসান। কুচকাওয়াজসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় পুলিশ, আনসার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৷
সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয় উপজেলা প্রশাসন। সংবর্ধণায় উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা শাহ মো: আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা রফি উদ্দিন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান জিন্না প্রমুখ।
বিকালে বোয়ালমারী স্টেডিয়াম খেলার মাঠে মুক্তিযোদ্ধা একাদশ বনাম সাংবাদিক একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলা বিএনপির দুই গ্রুপ পৃথক কর্মসূচির মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে। দুই গ্রুপ নিজ নিজ নেতা-কর্মীদের নিয়ে আনন্দ র ্যালী করেছে।
একটিতে নেতৃত্ব দেন বিএনপির মনোনয়ন প্রাপ্ত কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সাবেক এমপি খোন্দকার নাসিরুল ইসলাম, অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা সামছুদ্দিন মিয়া ঝুনু।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















