মোঃ আলম মৃধাঃ
নরসিংদীর শিবপুর উপজেলার প্রশাসন এর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন শিবপুর উপজেলা প্রশাসন। আজ (১৬ ডিসেম্বর) মঙ্গলবার প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
সূর্যোদয় এর সঙ্গে সঙ্গে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর প্রতিনিধি ও শিক্ষার্থীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা ও শহিদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত এবং মধ্যাহ্নভোজ (খাবার) বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন এর উদ্যোগে শিবপুর উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে, আলোচনা করেন, মুঃ আব্দুর রহিম সহকারী কমিশনার (ভূমি) শিবপুর। শিবপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কোহিনুর মিয়া, শিবপুর উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি 




















