মিজান উর রহমানঃ
বোয়ালমারীতে ককটেল-বোমা তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে উপজেলার পৌর সভার মমিন মার্কেট এলাকা সংলগ্ন নিজ বাড়ি থেকে ঐ যুবককে গ্রেফতার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত শামীম বিন ইসমাইল ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোতাশী গ্রামে অভিযান চালিয়ে শামীম বিন ইসমাইলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা, ককটেল ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন সংবাদ কর্মিদের বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় একটি মামলা করা হয়েছে এবং আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
একটি সুত্র দাবী করেছে, এ গ্রেফতার আসন্ন ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা বাহিনীর বিশেষ অভিযানের অংশ হ’তে পারে। সম্প্রতি ফরিদপুর-১ নির্বাচনী এলাকায় তফশিল ঘোষণার পর ত্রি-মুখি সংকট তৈরি হয়েছে। এতোদিন বিএনপির দুই পক্ষের মধ্যে এই সংকট-বিবাদ সীমাবদ্ধ থাকলেও বর্তমান একজন সতন্ত্র প্রার্থীর সাথে বিবাদের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
তফশিল ঘোষণার পর সাংবাদিক আরিফুর রহমান দোলন সতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষনা দিলে বিএনপি দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর সাথে দ্বন্দের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
গত রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) রমনা থানায় দোলন একটি জিডি করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদল সহ-সভাপতি খোন্দকার নাসিরুল ইসলাম তাকে নির্বাচন থেকে বিরত রাখতে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। হয়রানী, নির্যাতন এমনকি শরিরীক ভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দিয়েছেন বলে উল্লেখ করেছেন। সুত্র বলছে, আটককৃত যুবক ছাত্রদলের সদস্য এবং খোন্দকার নাসির সমর্থক।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
মিজান উর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















