সাজেদুর রহমানঃ
ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ যশোরের ঝিকরগাছা উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আবুল কালাম আজাদ কে আটক করেছে।
ইমিগ্রেশন পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে বিস্ফোরক মামলা থাকায় কাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আওয়ামীলীগ সরকার পতনের পর তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন ভারতে পালিয়ে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আবুল কালাম আজাদ (৪৯) নামে এক যাত্রীকে আটক করেন। ইমিগ্রেশন সার্ভারে স্টপলিস্টে তার নাম পাওয়া গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় জানা যায়, তার বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। মামলার তথ্য যাচাই শেষে বিকালে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন আজ ১৬/১২/২০২৫ তারিখ বাংলাদেশী পাসপোর্টধারি যাত্রী আবুল কালাম আজাদ (৪৯), পিতা- দাউদ হোসাইন, গ্রাম- কৃষ্ণনগর, উপজেলা ঝিকরগাছা জেলা যশোর ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশনে আসলে ইমিগ্রেশন সার্ভারের স্টপ লিস্টে তার নাম থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে ঝিকরগাছা থানার মামলা আছে। যার নং ১৩, তারিখঃ ১৭-১২-২০২৪, জিআর নং ২৭৩। বিস্ফোরক আইন ১৯০৮, ধারা- ১৫(৩)২৫ডি। পরবর্তীতে তার মামলার বিষয়ে খোঁজ খবর নিয়ে সত্যতা পাওয়ায় তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন আসামী কে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
সাজেদুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি 




















