সাহিদা পারভীনঃ
যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।
সূর্যদ্বয়ের সাথে সাথে কালুখালী থানা চত্ত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা শুরু হয়। পরে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন উপজেলা চত্ত্বরের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা রফিকুল ইসলাম রতন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো আব্দুল আলীম,কৃষি কর্মকর্তা সুতপা কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কালুখালী থানায় অফিসার ইনচার্জ মোশারফ হোসেনের নেতৃত্ব পুলিশ বাহিনী ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেনের নেতৃত্বে হাইওয়ে পুলিশ শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শহীদের প্রতি গভীর জানান। পরে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিল্লুর রহমানের নেতুত্বে ফাযার সার্ভিস দল,কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ইশরাত জাহান উম্মনের নেতৃত্বে চিকিৎসকগন,কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসার মোহাম্মাদ আবদুল হামিদের নেতৃত্বে শিক্ষকগন,কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজের নেতৃত্বে শিক্ষকগন,সোনালী ব্যাংকের ম্যানেজার সেলিম আহম্মেদের নেতৃত্বে ব্যাংক কর্মকর্তাগন শহীদ মিনারে পুস্পস্তবক দিয়ে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে শহীদদের জন্য দোয়া করা হয়।
দুপুরে কুচকাওয়াজ প্রদর্শন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা ইউআরসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অফিসার মোঃ মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে সহকারী (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা কাজী শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়।
এছাড়া সন্ধায় কালুখালী মডেল মসজিদে শহীদদের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা ইমরুল কায়েস। এছাড়া সন্ধায় হাসপাতাল ও এতিমখানা উন্নতমানের খাবার বিতরন করা হয়।
প্রিন্ট

মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু 
সাহিদা পারভীন, কালুখালি (রাজবাড়ী) প্রতিনিধি 




















