আসলাম বেপারীঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৭টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এসব সরঞ্জাম শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়।
বিতরণকৃত শিক্ষা সরঞ্জামের মধ্যে ছিল শিক্ষার্থীদের বসার জন্য ৪০ জোড়া উন্নতমানের বেঞ্চ, ২০টি বৈদ্যুতিক পাখা এবং ২০টি লাইট। উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার এবং সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গাজীরটেক ইউনিয়নের নতুন ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে ১৫ জোড়া বেঞ্চ, চর নাটখোলা উচ্চ বিদ্যালয়ে ১৩ জোড়া এবং চরহাজীগঞ্জ আদর্শ বিদ্যালয়ে ১২ জোড়া বেঞ্চসহ মোট ৪০ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়।
এছাড়া চরহরিরামপুর ইউনিয়নের চরহরিরামপুর উচ্চ বিদ্যালয়, চরশালেপুর আমিনখার হাট উচ্চ বিদ্যালয়, আ. হাই খান উচ্চ বিদ্যালয় ও গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৫টি করে বৈদ্যুতিক পাখা ও ৫টি করে লাইট দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানায়, চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশে গড়ে তুলতে এই শিক্ষা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, “চরাঞ্চলের শিক্ষার্থীরাও যেন উন্নত পরিবেশে পাঠগ্রহণ করতে পারে, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসনের এই উদ্যোগ।”
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
আসলাম বেপারী, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি 





















