মোঃ জিয়াউর রহমানঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ, প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তারেক রহমান নির্দেশিত কর্মসূচি পালন করেন। ২৩ অক্টোবর বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজার,মশাউড়া, আদাবাড়িয়া ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভা করেন।
কর্মসুচী চলাকালে উপস্থিত হাজারো জনতা উদ্দেশ্যে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বদ্ধপরিকর রয়েছে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
দল যদি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়, তাহলে আমি দৌলতপুরকে একটি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতিমুক্ত, উন্নত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।
কর্মসূচি চলাকালে রেজা আহমেদ বাচ্চু মোল্লার সাথে উপস্থিত ছিলেন, আলহাজ্ব বিল্লাল হোসেন, ফরজ উল্লাহ, মোস্তফা চেয়ারম্যান, হাসিব মেম্বার, শিশির মোল্লা, রুবেল হোসেন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। কর্মসূচী চলাকালে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনস্রোতে রূপ নেয়।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 





















