রাশিদুল ইসলাম রাশেদঃ
নাটোর – ১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রয়াত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ও ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন বলেছেন, জুলাই আন্দোলনে আমরা একটি চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলদার মুক্ত সমাজের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এই সরকার আমাদের সে স্বপ্ন পূরণ করতে পারেনি। আজ এক বছর পার হয়ে গেছে।
এই সময়ে একটা তত্ত্বাবধায়ক সরকার চারটা নির্বাচন আয়োজন করতে পারতো। আমাদের সব শাসন দেখা শেষ, একমাত্র বাকি আছে তারেক জিয়ার বাংলাদেশ। এ সময় তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন- প্রিয় ভাইয়েরা, আগামী নির্বাচনকে যদি আমরা শুধু একটি নির্বাচন মনে করি, তাহলে অনেক বড় ভুল হবে। আগামী নির্বাচন হচ্ছে এই দেশের স্বাধীনতাকামী, জাতীয়তাবাদী আপামর জনসাধারণের অস্তিত্বের লড়াই ও বেঁচে থাকার প্রশ্ন।
গত ৫৪ বছরে মানুষের যে সকল চাহিদা পূরণ হয়নি, আগামীতে বিএনপি সরকারে আসলে সেই চাহিদা পূরণ করা হবে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৫ নং ফাগুয়ারদিয়ার ইউনিয়ন বিএনপির আয়োজনে ভাটোপাড়া কলাবাড়িয়া মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানু ডা. রাজন আরও বলেন, তারেক রহমানের ৩১ দফা অনুযায়ী মানুষের সকল নায্য চাহিদা পূরণ করা হবে।
তারেক রহমান নারীর ক্ষমতায়নের কথা বলেছেন। তিনি নারীদের সম্মান করেন। সে অনুযায়ী তিনি নারীদের ফ্যামিলি কার্ড দিবেন। স্বাস্থ্য সেবা পেতে স্বাস্থ্য কার্ড দিবেন। আপনাদের রাজন শুধু একজন ডাক্তার নয়, আপনাদের সন্তান। সে বেঁচে থাকতে লালপুর-বাগাতিপাড়ার আর কোন মানুষকে বিনা চিকিৎসায় মরতে দেয়া হবে না। উপজেলার স্বাস্থ্য সমস্যা থেকে সকল সমস্যার সমাধানে আমাকে আপনাদের পাশে পাবেন। এই ভাটোপাড়ায় কথা দিয়ে গেলাম।
এ সময় তারেক রহমানের ৩১ দফা ও তার কথাগুলো মা, বোন ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি তরুণদের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, বিএনপি আমাদের সবার দল, এই দলে দুই-একজন নেতা নিয়ে জমিদারি প্রথা চালু হবে না! যেখানে সিন্ডিকেট দেখবা, সেখানে আবু সাঈদের মতো করে প্রতিহত করতে হবে। এ সময় লালপুর ও বাগাতিপাড়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি 





















