মোঃ আরিফুল মিয়াঃ
ফরিদপুর জেলার মধুখালী সার্কেল অফিস ও মধুখালী থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন জনাব মোঃ সিদ্দিকুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অ’পা’রেশনস্), ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ।
সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে তিনি ফরিদপুর জেলায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার, ফরিদপুর জনাব মোঃ আব্দুল জলিল, পিপিএম। এরপর ফরিদপুর জেলা পুলিশের একটি চৌকস দল অতিরিক্ত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
পরে তিনি মধুখালী থানা পরিদর্শনে আসেন। সেখানে তাঁকে সালামি প্রদান করেন জনাব এস. এম. নুরুজ্জামান, অফিসার ইনচার্জ, মধুখালী থানা। পরিদর্শনকালে তিনি থানার অস্ত্রাগার, ব্যারাক, হাজতখানা ও বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। একই দিনে তিনি মধুখালী সার্কেল অফিসও পরিদর্শন করেন।
দ্বি-বার্ষিক এই পরিদর্শন শেষে মধুখালী থানা প্রাঙ্গণে আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সকল পর্যায়ের পুলিশ সদস্যদের প্রতি দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় তিনি বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেবল পুলিশের নয়, বরং সমাজের প্রতিটি সদস্যের। গ্রাম পুলিশ ও চৌকিদাররাও এই কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”
সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার, মধুখালী সার্কেল, ফরিদপুর; জনাব এস. এম. নুরুজ্জামান, অফিসার ইনচার্জ, মধুখালী থানা; এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
উল্লেখ্য, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) জনাব মোঃ সিদ্দিকুর রহমানের এ পরিদর্শনের মাধ্যমে থানার সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত কর্মকর্তারা।
প্রিন্ট

মধুখালীতে দোয়া মাহফিল ও গণমাধ্যম কর্মিদের সাথে মতবিনিময় 
মোঃ আরিফুল মিয়া, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 





















