আনিসুর রহমানঃ
নাটোরের বাগাতিপাড়ায় অগ্নিকান্ডে মুরগীর খামার পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নূরপুর কসবা মালঞ্চি (কলেজ পাড়া) এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
.
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ওই এলাকার রায়হানুল ইসলাম রান্টুর মুরগীর খামারে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে পুড়ে ছাই হয়ে যায় খামারটির পুরো অংশ। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা জলন্ত বিড়ি – সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ছাই হওয়া খামারটি পরিদর্শন করে উক্ত ঘটনা নিয়ে থানায় জি.ডি করার কথা বলেছেন বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম।
.
অন্যদিকে খামার পুড়ে যাওয়ায় ৮ লাখ টাকার ক্ষতির কথা জানিয়েছেন ভুক্তভোগী রায়হানুল ইসলাম রান্টু। তিনি আরও জানান, খামারের ভেতরে থাকা ১টি পালসার মোটরসাইকেল(ঢাকা মেট্রো-লা ২৩-৯৩৭৯), ৫৬০টি মুরগীর বাচ্চা, ৬০টি কবুতর,১৮টি বৈদ্যুতিক পাখা, নগদ ২০ হাজার টাকা ,খামারের সেড ও মালামাল রাখা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে অজ্ঞাত কেউ হিংসা করে আগুন লাগিয়ে দিতে পারে বলে দাবি করনে তিনি।
.
অগ্নিকান্ডে মুরগীর খামার পুড়ে ছাই হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাগাতিপাড়ার দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান।
প্রিন্ট