কাজী নূরঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্যোতনা সাহিত্য পরিষদ, যশোর এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২২ মার্চ) বিকালে শহরের মুজিব সড়কস্থ জয়তী সোসাইটিতে ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠিত হয়।
দ্যোতনা সাহিত্য পরিষদ এর সভাপতি কবি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মাজেদ নওয়াজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবি আহাদ আলী, কবি আব্দুল খালেক, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সভাপতি কবি ও গীতিকার ডা. মোকাররম হোসেন ও দ্যোতনা সাহিত্য পরিষদের উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজু, সমাজ জাগরণ গণমত- সজাগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি কাজী নূর, ব্যঞ্জন যশোর এর সভাপতি পিন্টু জামান, চৌগাছা সাহিত্য পরিষদ এর সভাপতি কবি মাফিজুল হক, কবি ও আবৃত্তিশিল্পী বকুল হক, দ্যোতনা সাহিত্য পরিষদ এর সাংগঠনিক সম্পাদক এক সহকারী অধ্যাপক কবি মঞ্জুয়ারা সোনালী, সাংগঠনিক সম্পাদক দুই কবি এম এ কাসেম অমিয়, সহকারী অধ্যাপক কবি সুরাইয়া শরীফ, শিক্ষক নেতা ও সহকারী অধ্যাপক ইবাদত আলী খান, দৈনিক রানার এর সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ, কবি তরিকুল ইসলাম, কবি যোবায়ের আহমেদ, অগ্নিবীণা যশোরের সহ- সভাপতি কবি ও শিক্ষক নজরুল ইসলাম বুলবুল, কবি এম এন এস তুর্কী, কবি নূরজাহান আরা নীতি, কবি রোমানা খান, কবি রশিদ শিমুল, কবি আব্দুল লতিফ, কবি ধীমান শরীফ, কবি সানজিদা ফেরদৌস, শামসিরা হক প্রমুখ।
ইফতার মাহফিল পরিচালনা করেন দ্যোতনা সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক কবি শাহরিয়ার সোহেল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কবি ও গীতিকার ডা. মোকাররম হোসেন।
প্রিন্ট