ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন এম. আনিসুল ইসলাম ভুলু Logo বিদেশি পিস্তল সহ ইটালি প্রবাসী ও তার ৩ সহযোগী গ্রেফতার Logo কুষ্টিয়ায় পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার Logo পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo দৌলতপুর সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি Logo কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট শিক্ষা বৃত্তিবৃত্তির আবেদন শুরু Logo শিশু তাহমিদ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ Logo যশোরে সজাগ’র কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত Logo বীর প্রতীক আজাদ আলীর দাফন সম্পন্ন Logo রাজশাহী জেলা ছাত্রদল নেতার পিতা বাচ্চু সরকারের দাফন সম্পন্ন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভেড়ামারায় টিকার জন্যে দীর্ঘ লাইন, উপচে পড়া ভিড়

ছবি- প্রতীকি।

কুষ্টিয়ার ভেড়ামারায় করোনা টিকা নিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। তৃতীয় দিনই ও কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। সেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনও প্রবণতা দেখা যায়নি। ১৪জুলাই রবিবার সকালে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

এসময় টিকা নিতে আসা অনেকেই অভিযোগ করেন, টিকা নিতে এসে অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না। অনেকে লাইন ভেঙে টিকা নিয়ে চলে যাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত দুদিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে এই ভিড় লেগেই আছে। তাদের অনুরোধ করা সত্বেও তারা স্বাস্থ্যবিধি মানছেন না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল আমীন বলেন, আমাদের জায়গা সংকটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারপরও সামাজিক দূরুত্ব বজায় রেখে টিকা নিতে আসা মানুষদের নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু, মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।

উপজেলার বাহিরচর ইউনিয়নের চক ভেড়ামারা গ্রামের মিস্ত্রী শফিকুল ইসলাম বলেন, ভয়ে শরীরে কখনও ইনজেকশন ব্যবহার করিনি। কিন্তু আজ টিকা নিতে কোনও ব্যথা অনুভব হয়নি। সবাইকে বলবো, করোনায় স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকার বিকল্প কিছুই নেই।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

গোপালগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করলেন এম. আনিসুল ইসলাম ভুলু

error: Content is protected !!

ভেড়ামারায় টিকার জন্যে দীর্ঘ লাইন, উপচে পড়া ভিড়

আপডেট টাইম : ০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :

কুষ্টিয়ার ভেড়ামারায় করোনা টিকা নিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। তৃতীয় দিনই ও কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। সেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনও প্রবণতা দেখা যায়নি। ১৪জুলাই রবিবার সকালে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে গিয়ে এ দৃশ্য দেখা যায়।

এসময় টিকা নিতে আসা অনেকেই অভিযোগ করেন, টিকা নিতে এসে অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না। অনেকে লাইন ভেঙে টিকা নিয়ে চলে যাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত দুদিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে এই ভিড় লেগেই আছে। তাদের অনুরোধ করা সত্বেও তারা স্বাস্থ্যবিধি মানছেন না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল আমীন বলেন, আমাদের জায়গা সংকটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারপরও সামাজিক দূরুত্ব বজায় রেখে টিকা নিতে আসা মানুষদের নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু, মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।

উপজেলার বাহিরচর ইউনিয়নের চক ভেড়ামারা গ্রামের মিস্ত্রী শফিকুল ইসলাম বলেন, ভয়ে শরীরে কখনও ইনজেকশন ব্যবহার করিনি। কিন্তু আজ টিকা নিতে কোনও ব্যথা অনুভব হয়নি। সবাইকে বলবো, করোনায় স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকার বিকল্প কিছুই নেই।


প্রিন্ট