কুষ্টিয়ার ভেড়ামারায় করোনা টিকা নিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে। তৃতীয় দিনই ও কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। সেখানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনও প্রবণতা দেখা যায়নি। ১৪জুলাই রবিবার সকালে সরেজমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা কেন্দ্রে গিয়ে এ দৃশ্য দেখা যায়।
এসময় টিকা নিতে আসা অনেকেই অভিযোগ করেন, টিকা নিতে এসে অনেকেই স্বাস্থ্যবিধি মানছে না। অনেকে লাইন ভেঙে টিকা নিয়ে চলে যাচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গত দুদিন ধরে সকাল থেকে বিকেল পর্যন্ত করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে এই ভিড় লেগেই আছে। তাদের অনুরোধ করা সত্বেও তারা স্বাস্থ্যবিধি মানছেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূরুল আমীন বলেন, আমাদের জায়গা সংকটের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তারপরও সামাজিক দূরুত্ব বজায় রেখে টিকা নিতে আসা মানুষদের নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু, মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না।
উপজেলার বাহিরচর ইউনিয়নের চক ভেড়ামারা গ্রামের মিস্ত্রী শফিকুল ইসলাম বলেন, ভয়ে শরীরে কখনও ইনজেকশন ব্যবহার করিনি। কিন্তু আজ টিকা নিতে কোনও ব্যথা অনুভব হয়নি। সবাইকে বলবো, করোনায় স্বাস্থ্য সুরক্ষার জন্য টিকার বিকল্প কিছুই নেই।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha