ইস্রাফিল হোসেন ইমনঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিকাণ্ডে ৪ জনের বসতবাড়ি ভস্মিভূত হয়ে গেছে। ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলাহাবাসপুর গ্রামের শান্তিপাড়া এলাকায়।
বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ১ টার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে নুরুজ্জামান, দুলাল, বিল্লাল হোসেন ও কামাল হোসেনের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। চারটি পরিবার তাদের সর্বস্ব হারিয়েছে, খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে নুরুজ্জামানের নগদ ২ লাখ টাকা, পাসপোর্ট, একটি ঘর, রান্নাঘরসহ সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দুলাল ৩টি রুম, রান্নাঘর, ফ্রিজ, গ্যাসের চুলাসহ নগদ ২ লাখ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বিলাল হোসেনের একটি গরু, তিনটি ঘর, একটি গরুর ঘর, ফ্রিজ, গ্যাসের চুলা, ব্যাংকের সকল নথি এবং জমির দলিলপত্র আগুনে ধ্বংস হয়েছে।
কামাল হোসেনের একটি ঘর, একটি রান্নাঘর, দুইটি মোবাইল এবং বাক্সে থাকা নগদ আশি হাজার টাকা পুড়ে ছাই। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় জনগণের সহযোগিতায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার সময় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে, জানি যে শান্তিপাড়া এলাকার নুরুজ্জামান, দুলাল, বিল্লাল হোসেন ও কামাল হোসেনের বসতবাড়ি হঠাৎ আগুন ধরে ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রিন্ট