ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর কৈগাড়িপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রিপন আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ১টি ট্রলি আটক করেছে।
ভেড়ামারা উপজেলা প্রশাসন ও থানা সূত্রে জানা গেছে, আজ সোমবার দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর কৈগাড়িপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন করার সময় একই এলাকার মৃত ইয়ামুদ্দিনের ছেলে রিপন আলী (৩৫) কে ট্রলিসহ আটক করে। ভেড়ামানা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রিপন আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ১টি ট্রলি আটক করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন বলেন, ভেড়ামারা উপজেলা অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। প্রতিদিন অভিযান চলছে। অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রিপন আলীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রিন্ট