রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধে আবারও সংঘর্ষে জড়ালো ওবায়দুল ইসলাম মন্টু পক্ষ ও আব্দুল লতিফ পক্ষ।মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৭ টার দিকে উপজেলার উধনপাড়া গ্রামে লালপুর-বাঘা মহাসড়কের উপর এ সংঘর্ষে মন্টু পক্ষের ২ জন আহত হয়।
মন্টুর বড় ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ অমিত জানান, আগের মারামারির ঘটনায় মামলা হওয়ায় আমাদের বাড়িতে আমার নানী জামেনা বেগম (৬২) ছাড়া কেউ ছিল না। এ সুযোগে আব্দুল লতিফ ও আব্দুল গফুর পক্ষের লোকজন বাড়িতে হামলা করে আমার নানীকে হাতুর দিয়ে পিটিয়ে আহত করে বাড়িতে লুটপাট চালায়। বর্তমানে আমার নানী লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় মন্টুর চাচাতো শ্যালক রবিনের (২৭) পা ভেঙ্গে যায়।
রবিনের ভগ্নিপতি সান্টু জানান, সকালে রবিন বাড়ির বাইরে ব্রাশ করছিল। এ সময় আব্দুল লতিফের লোকজন তাকে মেরে পা ভেঙ্গে দেয়। সে বর্তমানে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে আ: গফুরের ছেলে আমিরুল বলেন, মারামারির ঘটনা সত্য হলেও লুটপাটের অভিযোগ ভিত্তিহীন।
এর আগে গত ২৬ জানুয়ারি মন্টু পক্ষের লোকজন আব্দুল লতিফ পক্ষের আ: লতিফ ও আ: গফুরকে মেরে হাত-পা ভেঙে দেয়। বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট