রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলায় নাটোরের লালপুরের দুই মোটরসাইকেল আরোহী আখ বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বাঘার সাজির বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন লালপুর উপজেলার মোমিনপুর গ্রামের মানিক আলীর ছেলে নাসির উদ্দিন (২২) ও বাবর আলীর ছেলে ফয়সাল (১৮)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মোমিনপুর ঈদগাহ মাঠে তাদের জানাজা শেষে চকশেরপাড়া (মোমিনপুর) কেন্দ্রীয় গোরস্থানে তাদের সমাহিত করা হয়।
দুর্ঘটনার বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, “বাঘা উপজেলার মীরগঞ্জ থেকে লালপুরের মোমিনপুর যাবার সময় সাজির বটতলায় তিনজন আরোহীসহ লাইসেন্সবিহীন একটি মোটরসাইকেলের সাথে বিপরীত গামী রাজশাহীর হরিয়ান সুগার মিলের আখ বোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাঘা থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।”
প্রিন্ট