ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর সরকারি কলেজ পরিবারের আয়োজনে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সকাল ১০ টার সময় কলেজ ক্যাম্পাসে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) দল।
অনুষ্ঠানে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মফিজুর রহমান মধুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ মোঃ বানী ইয়ামিন বখতিয়ার। উক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আরিফুল কবির, উপজেলা সহকারী কমিশনার ভূমি জোবায়দা সুলতানা, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, মোহনপুর উপজেলা বিএনপি নবনির্বাচিত সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর শাখা আমির অধ্যাপক আব্দুল আওয়াল, মোহনপুর উপজেলা বিএনপি নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আকতার সামসুজ্জোহা, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মোহনপুর শাখা উপ-সহকারী প্রকৌশলী তৌহিদুজ্জামান, অনুষ্ঠানের আহ্বায়ক দর্শনবিভাগ সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন প্রাং, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক এটিএম মাহবুল আলম, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আনোয়ার করিম, মেরিনা পারভীন, কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক বজলুল করিম, গণিত বিভাগের প্রভাষক আশরাফুল আলম, সমাজকর্ম বিভাগের প্রভাষক রেজা শওকত হোসেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক আবু বক্কর সিদ্দিক, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ সালাউদ্দিন, দর্শন বিভাগের প্রভাষক আসাদুজ্জামান আলমগীর, ব্যবস্থাপনা বিভাগের তোফাজ্জল হক, আব্দুল হান্নান সোনার, দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া শিক্ষক আব্দুল হান্নান প্রাং, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রুমা রুকসানা, রোখসানা মেহেবুব চপলা, প্রাণী বিজ্ঞান বিভাগের প্রভাষক ডঃ ফেরদৌস আহম্মেদ ও ডঃ রোজিনা ইয়াসমিন, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মৌসুমী সুলতানা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আজিমদ্দিন ও আবজাল হোসেন, বিধান চন্দ্র প্রামানিক। এছাড়াও বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক, প্রভাষকসহ কলেজের একাদশ শ্রেণী ও অনার্স ১ম বর্ষ শিক্ষার্থীরা।
বক্তব্য শেষে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অতিথিদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন কলেজ কর্তৃপক্ষ।
প্রিন্ট