মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা প্রশাসনের উদ্যোগে উপজেলাধীন পৌরসভায় কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে গরীর ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে আলফাডাঙ্গা পৌরসভার কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দিরে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এ. কে. এম রায়হানুর রহমানের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ।
উপস্থিতি প্রায় দুই শতাধিক ব্যক্তিদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়।
ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এ.কে.এম রায়হানুর রহমান জানান, এ বছর সরকারি ভাবে প্রায় ২২০০ কম্বল বিতরণ করা হবে। ইতোমধ্যে শীতের শুরু থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল বিরতণ করা চলমান রয়েছে।
প্রিন্ট