মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
আগামীর রাষ্ট্র বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের সদর উপজেলার পারচরে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু।
এসময় তিনি বলেন সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে যতটুকু দরকার সংস্কার করে অতি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানান।
মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু বলেন, একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের জন্য গত পনের বছর দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে। তারই ধারাবাহিকতায় ছাত্রজনতার আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছে জনগণের প্রত্যাশা একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করা।
কিন্তু তারা যদি কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়, তাহলে এ দেশের মানুষ আবারো তারেক রহমানের নেতৃত্বে নির্বাচন আদায়ের লক্ষ্যে নতুন করে যুদ্ধে নামতে বাধ্য হবে।
ফরিদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: মোফাজ্জেল শেখের সভাপতিত্বে সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রিন্ট