ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলায় ২ জানুয়ারি (বৃহস্পতিবার) জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে সমাজসেবা কার্যালয় মোহনপুরের আয়োজনে ওয়াকাথন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই শ্লোগানকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম।
সভায় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী রেজা, এবং শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা সহ আরও অনেকে।
প্রিন্ট