মোঃ আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
” নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার ” এই প্রতিপাদ্য কে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরে উপজেলা সম্মেলন কক্ষে কল্যাণরাষ্ট্র বিনির্মান বিষয়ক মুক্ত বড্ডা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলামের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী এলজিডি আছহাবুর রহমান,জনস্বাস্থ্য উপ সহকারী মোঃ ইউসুফ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলিম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ, রাজশাহী মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ রাসেল আলী, সুবান নগর কলোনির ক্রীড়া ও যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, আলীনগর ইউনিয়ন প্রতীতি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ শরীফ উদ্দিনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিনও স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ।
মুক্ত আড্ডা শেষে ৪জন প্রতিবন্ধীর মাঝো হুইলচেয়ার বিতরণ করা হয়। এবং বিভিন্ন অবদানের স্বীকৃতি হিসেবে ৯টি সেচ্ছাসেবী সংস্থাকে সম্মাননা স্মারক ক্রেস্ট দেওয়া হয়েছে।
প্রিন্ট