আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটো গাড়ির ধাক্কায় ইসমাইল হোসেন (৭) নামে এক শিশু নিতহ হয়েছে। সে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।
.
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে রহনপুর-আড্ডা সড়কে বংপুর নামক মোড়ে রাস্তা পারাপার হওয়ার সময় একটি অটো বোরাক গারি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মৃত ইসলাম হোসেন বাসা থেকে বিস্কুট নিতে পার্শ্বেবর্তী বংপুর মোড়ে আসলে দোকান থেকে বিস্কুট নিয়ে বাসায় ফিরার পথে রাস্তা পারাপার হওয়ার সময় রহনপুর থেকে ছেড়ে আসা এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি বোরাক অটো গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরিবারের দাবি দাওয়া না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট লাস হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রিন্ট