ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামী অস্ত্র গুলিসহ গ্রেফতার

মোঃ আলম মৃধা, জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে ছাত্রদল নেতা হুমায়ুন হত্যা মামলার আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত (৩১ ডিসেম্বর) রাতে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃত শাহ আলম (৩২), মাধবদী থানাধীন আমদিয়া এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে। নরসিংদীতে দায়িত্বে থাকা সেনাবাহিনী বলেন, সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ছাত্রদল নেতা হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম। সোমবার রাত ৮ টার দিকে পাঁচদোনার একটি বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে সেই বাড়ীর লোকজন ও এলাকাবাসীকে ভয় দেখাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এমতাবস্থায় এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনীর দুটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটি ঘেরাও করে।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহ আলম সেনাবাহিনীকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর শাহ আলম সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

 

নরসিংদীতে সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত থাকা “২৮ বেঙ্গলের” অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, আটককৃত শাহ আলমের কাছ থেকে ‘ফাতিহ-১৩’ মডেলের একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। পরে গ্রেফতারকৃত শাহ আলমকে নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনী।

 

উল্লেখ্য যে, গত “২২ ডিসেম্বর” রাত সাড়ে ১১টায় নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা মোড়ে নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন ছাত্রদল নেতা হুমায়ুন। এসময় তার পূর্ব পরিচিত দুইজন লোক তাকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। এসময় তার বুকে ও মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে নাঃ -জামায়াতের আমীর

error: Content is protected !!

সেনাবাহিনীর অভিযানে হত্যা মামলার আসামী অস্ত্র গুলিসহ গ্রেফতার

আপডেট টাইম : ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
মোঃ আলম মৃধা, জেলা প্রতিনিধি, নরসিংদী :

মোঃ আলম মৃধা, জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীতে ছাত্রদল নেতা হুমায়ুন হত্যা মামলার আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত (৩১ ডিসেম্বর) রাতে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃত শাহ আলম (৩২), মাধবদী থানাধীন আমদিয়া এলাকার মৃত কাজিম উদ্দিনের ছেলে। নরসিংদীতে দায়িত্বে থাকা সেনাবাহিনী বলেন, সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ছাত্রদল নেতা হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম। সোমবার রাত ৮ টার দিকে পাঁচদোনার একটি বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। পরে সেই বাড়ীর লোকজন ও এলাকাবাসীকে ভয় দেখাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এমতাবস্থায় এলাকাবাসী সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনীর দুটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটি ঘেরাও করে।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে শাহ আলম সেনাবাহিনীকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টার পর শাহ আলম সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

 

নরসিংদীতে সেনাবাহিনী ক্যাম্পে দায়িত্বরত থাকা “২৮ বেঙ্গলের” অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, আটককৃত শাহ আলমের কাছ থেকে ‘ফাতিহ-১৩’ মডেলের একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে তার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। পরে গ্রেফতারকৃত শাহ আলমকে নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনী।

 

উল্লেখ্য যে, গত “২২ ডিসেম্বর” রাত সাড়ে ১১টায় নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা মোড়ে নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন ছাত্রদল নেতা হুমায়ুন। এসময় তার পূর্ব পরিচিত দুইজন লোক তাকে ডেকে নিয়ে গুলি করে পালিয়ে যায়। এসময় তার বুকে ও মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


প্রিন্ট